“Mukti Camp” হ্যা গেইমটা কপি!!!










১০৪ কোটি টাকা বাজেটের COC এর কপি যখন বলছেন, তখন গর্ব করুন বাংলাদেশের তরুণ নির্মাতারা দুচার কোটি বাজেটে শত কোটি টাকা বাজেটের গেইম বানিয়ে ফেলেছে।









সব স্ট্র্যাটেজি গেইমই একই হয়। COC, Clash of Royale, Age of Empires সব একই, কিন্তু সব জনপ্রিয়। ফুটবল গেইম Fifa, Dream League, Real Football, সব তো একই। এখন কি আপনাদের জন্য ১১, ১৫, ২০ জন প্লেয়ার রাখবে?









গেইম ডেভেলমেন্টে অনেক খরচ, COC এর প্রতিষ্ঠাতা ফিনল্যান্ডের কোম্পানি Supercell এর ইনভেস্টমেন্ট ১১৩২ কোটি টাকা। GTA 5 এর ডেভেলপমেন্ট খরচ ১০৪৮ কোটি টাকা।









ফিনল্যান্ডের গেইম ইন্ডাস্ট্রি শুরু হয় ১৯৭৯ সালে। আর বাংলাদেশে ২০১২. ৪০ বছরের ইন্ডাস্ট্রির সাথে ৫ বছরের ইন্ডাস্ট্রির তুলনা কি হয়?
আপনি ২ বছরের বাচ্চার কাছ থেকে ফিজিক্সের সূত্র তো জানতে চাইতে পারেন না?
তার উপর ইনভেস্টমেন্ট দিতে কেউ রাজি না।









আর যারা ভাবছেন এত খরচ কিসে, ৩০ জনের ১ মাসের বেতন কত হতে পারে? আর বাদ বাকি খরচ বাদ দিলাম।









ফান্ড নেই, দক্ষ গেইম ডেভেলপার পাওয়া দুষ্কর, সমাজ বুঝেনা গেইম ডেভেলপমেন্ট একটা পেশা... এসব কিছু সহ্য করে রাত দিন এক করে অফিসে রাত কাটিয়ে যখন দেশের তরুণ নির্মাতারা কিছু বানায়, তখন আপনি আমি বলি 'কপি' 'বাজে' 'খারাপ'.....









এই দেশে জাকারবার্গ, বিল গেটস তৈরি হবেনা যদি আমরা উৎসাহ দেয়ার মানসিকতা না রাখি।।
চলেন গেইমটা খেলি, আমার দেশের গেইম, ফীডব্যাক দেই। আস্তে আস্তে ডেভেলপ হবে এই ইন্ডাস্ট্রি।😄😄
Download Link:👇👇👇👇👇
No comments